মহারনে যৌথমঞ্চ, দাবী আদায়ে মহাকরন অভিযান

DSCN0003দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ আগষ্ট ।। রাজ্যের লক্ষ, লক্ষ শিক্ষক, কর্মচারী সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের আর্থিক বঞ্চনার জন্য প্রশাসনকে দায়ী করে বুধবার, যৌথমঞ্চ মহাকরন অভিযানে সামিল হয়। গোটা দেশে বিভিন্ন রাজ্যের সরকার কেন্দ্রীয় বেতন সহ ন্যায্য প্রাপ্তি প্রদান করছে, সেখানে ত্রিপুরা সরকারের উদাসীনতায় রাজ্যের সর্বস্তরের সরকারী কর্মচারীকুল আর্থিক ক্ষতির বোঝা বহন করে চলছেন। যৌথমঞ্চ বলেছে আর্থিক বঞ্চনার জন্য পুরোপুরি দায়ী বর্তমান সরকার। বঞ্চিত হওয়া সত্বের বামপন্তী সংঘটন গলোর ভূমিকাতেও তীব্র সমালোচনা করেছে যৌথমঞ্চ। যৌথমঞ্চের মহাকরন আভিযান উপলক্ষে বিমানবন্দর গামী রাস্তায় ব্যাপক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*