আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || জনজাতিদের তাক লাগানো উপস্থিতিতে সোমবার বিজয় শঙ্খনাদ জনসভা অনুষ্ঠিত হয় ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাজকান্দি বাজারে। এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি জোট প্রার্থী কৃতি সিং দেব বর্মণের সমর্থনে সোমবার বিকেল ৫টায় রাজকান্দি বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস, জনজাতি মোর্চার জেলা সভাপতি পূর্ণমোহন জমাতিয়া, এম ডি সি ধীরেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। এইদিনের এই জনসভায় প্রায় ২ হাজারের মতো জনজাতিরা উপস্থিত ছিলেন।