বেআইনীভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের জন্য গত ১৬ মাসে গ্রেপ্তার হয়েছে ১,০১৮ জনঃ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে চলতি বছরে ১৫ই এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এনএলএফটি (বিএম) গোষ্ঠীর মোট ১৮ জন উগ্রপন্থী আত্মসমর্পণ করেছে। পাশাপাশি এই সকয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের সময় ৯৪ কোটি ৫৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে বিএসএফ। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস।
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই সময়ের মধ্যে বিএসএফ ২৪ লক্ষ ১৪ হাজার ২০০টি গাঁজা গাছ ধ্বংস করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৭৫ লক্ষ ৭৫ হাজার টাকা।
তিনি বলেন, পার্বতী ত্রিপুরায় এখনো ৬০ কিলোমিটার সীমান্ত এলাকা উন্মুক্ত রয়েছে। আগামী ১ বছরের মধ্যে উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, এই সময়ের মধ্যে অনুপ্রবেশের জন্য ১,০১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেআইনীভাবে সীমান্ত অতিক্রমে ধৃত ১০১৮ জন ভারতীয় ও বাংলাদেশী নাগরিকের মধ্যে ৪৯৮ জন বাংলাদেশী নাগরিক, ৩৯৬ জন ভারতীয় নাগরিক এবং ১২৪ জন ভিন রাষ্ট্রের নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে, ২০২৩ সালে ৩৩৭জন নাগরিককে বেআইনীভাবে সীমান্ত পারাপারে গ্রেপ্তার করা হয়েছিল। এই ৩৩৭ জনের মধ্যে ২১৯ জন পুরুষ, ৯৩ জন মহিলা, ২৪ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের একজন রয়েছেন। চলতি বছরের ১৫ই এপ্রিল পর্যন্ত বেআইনিভাবে সীমান্ত অতিক্রমে ১৬১ জনের মধ্যে ৯৩ জন পুরুষ, ৪৩ জন মহিলা, ১৯ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের একজন রয়েছে বলে জানান বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*