দুই মন্ত্রীর উপস্থিতিতে তেলিয়ামুড়ায় নির্বাচনী সমাবেশ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল || ২-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের প্রচারের প্রায় শেষ লগ্ন চলছে। এই আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব বর্মণের সমর্থনে চলছে জোর প্রচার। মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত তেলিয়ামুড়া বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে দুইটি বাজারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বাজার এলাকায়। অন্যদিকে অপর বাজার সমাবেশটি অনুষ্ঠিত হয় তুইচিন্দ্রাই বাজার এলাকায়। এই দুইটি বাজার সমাবেশেই উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী অনিমেশ দেববর্মা। এদিন এই সমাবেশে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি কৃষ্ণপদ দাস, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া মন্ডলের সহ-সভাপতি নিতিন কুমার সাহা, সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা।
এদিনের এই বাজার সমাবেশে উপস্থিত বক্তারা লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট তথা ইন্ডিয়া জোটের তিব্র সমালোচনা করেন। একই ভাবে ত্রিপুরা রাজ্যের সিপিআই(এম) ও কংগ্রেসের জোটকে চাচাছোলা ভাষায় সমালোচনা করেন। এর পাশাপাশি ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের দ্বারা সবকা সাথ সবকা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেন।
এদিন তুইছিন্দ্রাই এলাকার বাজার সমাবেশে ৪০ পরিবারের ১৫৫ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলের পতাকা তলে সামিল হয়। দলে যোগদানকারীদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা।  উল্লেখ্য, এদিনের দুইটি বাজার সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*