গোপাল সিং, খোয়াই, ২৪ এপ্রিল || পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেব বর্মণের সমর্থনে বুধবার আশামবাড়ি বিধানসভা কেন্দ্রের রাম মানিক সর্দারপাড়া স্কুল মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মণ, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) চেয়ারম্যান জগদীশ দেববর্মা, বিজেপি আশামবাড়ি মণ্ডলের সভাপতি প্রদীপ দেববর্মা প্রমুখ।
এদিন সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে, বিকাশপুরুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করার জন্য উপজাতী এবং অ-উপজাতি উভয়ই ঐক্যবদ্ধ।
অপরদিকে, বুধবার সরব প্রচারের শেষ দিনে আরোও একবার খোয়াইতে অওয়াজ উঠল ‘আবকি বার ৪০০ পার’।
এদিন খোয়াই বিধানসভা জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে এলাকার প্রতিটি গলিতে মাইক যোগে প্রচারাভিযান সংগঠিত হয়। আগামী ২৬শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পূর্ব আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মণকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র হাতকে আরোও শক্তিশালী করার আহ্বান জানান স্থানীয় নেতৃত্বরা।