আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || আগরতলা মঠ চৌমুনী এলাকায় আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরি সংগঠিত হয়েছিল মঙ্গলবার। জানা যায়, ঘর থেকে টাকা পয়সা নিয়ে যায় চোরের দল। পরবর্তীতে আগরতলা পূর্ব থানায় এই বিষয়ে একটি মামলা ও করা হয়। অবশেষে বুধবার আগরতলা পূর্ব থানার পুলিশ ৩ চোরকে আটক করে। পাশাপাশি তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিৎ সেন।