তেলিয়ামুড়া মহকুমায় মোট ভোট কর্মী র‍য়েছেন ১ হাজার ১৪ জন

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ এপ্রিল || শুক্রবার সকাল থেকে চলেছে ২নং পূর্ব আসনে লোকসভা নির্বাচন। সেই জন্য বৃহস্পতিবার ভোট কর্মীরা নিজ নিজ সামগ্রী নিয়ে পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা এ আর ও  অফিস থেকে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভার অন্তর্ভুক্ত বিভিন্ন পোলিং সেন্টারের উদ্দেশ্যে যাওয়ার চিত্র পরিলক্ষিত হয় বৃহস্পতিবার দিনভর। সকাল ১০টা থেকেই শুরু হয় এই প্রকৃয়া বলে জানা যায় তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিস সূত্রে।
উল্লেখ্য, মহকুমার তিনটি বিধানসভার অন্তর্ভুক্ত ২৭নং কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোট কর্মী নিয়োগ করা হয়েছে ৩১০ জন এবং অতিরিক্ত ৪৫ জন। ২৮নং বিধানসভা কেন্দ্রে ৩০০ জন, এছাড়া অতিরিক্ত ৩৮ জন। ২৯নং বিধানসভা কেন্দ্রে ২৮০ জন, অতিরিক্ত ৪১ জন।
তিনটি বিধানসভা কেন্দ্রে মিলিয়ে মোট সাতটি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র করা হয়েছে।
২৭নং কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্র ৫৬টি। মোট ভোটার ৪৫০৩২ জন।
পুরুষ জন এবং মহিলা ২২৩৭৫ জন।
২৮নং তেলিয়ামুড়া মোট ভোট কেন্দ্র ৫৪টি। মোট ভোটার ৪৫৩০৪ জন। পুরুষ ২২৩৫৩ জন এবং মহিলা ২২৯৫২ জন।
২৯নং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র
মোট ভোটকেন্দ্র ৫০টি। মোট ভোটার ৩৮৪০০ জন। পুরুষ ১৯৫৮৫ জন এবং মহিলা রয়েছে ১৮৮১৮ জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*