বাইক দুর্ঘটনায় গুরতর আহত এক যুবক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ এপ্রিল || বাইক দুর্ঘটনায় গুরতর আহত এক যুবক। ঘটনা বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারে গ্রামীন ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়। জানা যায়, টি আর ০৮ ডি ৭৯০৭ নম্বরের বাইকে করে বীরচন্দ্র সুরেন্দ্র সরদার পাড়ার বাসিন্দা অমিত মুড়াসিং (২৫) দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রন হারিয়ে একটি স্কুটি ও দুইটি বাইকে সজোরে ধাক্কা দিয়ে জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি ভার্নার গাড়ী চালক আহত যুবককে চিকিৎসা প্রদানে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, বাইক চালকের হেলমেট ছিলো না। প্রতিনিয়ত কিছুসংখ্যক যুবক উৎশৃঙ্খল ভাবে বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্যাপারে পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহন করার দাবি তুলছে অভিজ্ঞমহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*