আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল || ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় দফায় শুক্রবার সকাল ৭টা থেকে অবাধ ও শান্তিপূর্ণভাবে ২-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের চলছে ভোট গ্রহণ পর্ব। স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোটদান কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
🔴 ২-পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোট পরেছে ১৬.৯৭ শতাংশ।
🔴 ভোট দিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
🔴 ২-পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত ভোট পরেছে ৩৬.৭৯ শতাংশ।
🔴 নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ১৩নং পোলিং স্টেশন (নইতালিম হাই স্কুলের) পিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাস’কে।
🔴 পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। ভোটের লাইনে দাঁড়িয়ে নিজ বিধানসভা এলাকার প্রবীণ ও নবীন ভোটারদের খোঁজ খবর করতেও দেখা যায় বিধায়িকা কল্যাণী সাহা রায়কে।
🔴 ২-পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোট পরেছে ৫৪.৯৮ শতাংশ।
🔴 নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়।
🔴 তেলিয়ামুড়া বিধানসভার বিভিন্ন পোলিং স্টেশনগুলো পরিদর্শনে আসেন ২-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মণ।
🔴 ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটদান করলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রমমন্ত্রী তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি’র কনভেনার টিংকু রায়। এদিন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মনতলা’স্থিত ধর্মপুর স্কুলে ভোটদান করেন তিনি।
🔴 খোয়াইয়ের বিভিন্ন ভোট কেন্দ্রে শুক্রবার সকাল ৭টা থেকে অবাধ ও শান্তিপূর্ণভাবে চলছে ২-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব।
🔴 উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মনতলা’স্থিত ধর্মপুর স্কুলে ভোটদান করলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রমমন্ত্রী তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি’র কনভেনার টিংকু রায়।
🔴 নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন।
🔴 ভোট দিলেন জিতেন্দ্র চৌধুরী। সিপিআই(এম) দলের রাজ্য কমিটির সম্পাদক তথা ৪০-সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তার নিজ ভোটকেন্দ্র সাব্রুম মহকুমার কলাছড়া গাদ্ধাং উচ্চতর বিদ্যালয়ে ৩৯নং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮নং বুথে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমগ্র পূর্ব ত্রিপুরার লোকসভা নির্বাচনের বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
🔴 ৫৩-কৈলাসহর বিধানসভার ৪৬নং পোলিং স্টেশন রাধা কিশোর ইন্সটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী।
🔴 ২-পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত ভোট পরেছে ৬৯.৪৮ শতাংশ।