জাতীয় ডেস্ক ।। ব্যাপক জাকজমকপূর্ণভাবে বিশ্ব হাসি দিবস পালিত হয়েছে আজ। প্রতি বছর মে মাসের প্রথম রোববার পালন করা হয় এই দিবসটি।
সব ধরনের সমস্যা ও সংকট সমাধানে হাসি প্রধান ঐষধ, এমন বার্তা দিতেই পালিত হয়ে আসছে এই দিবসটি। দুশ্চিন্তা এবং চাপ থেকে মুক্তি পেতে মানুষকে সহায়তা করে হাসি।
ভারতের বিভিন্ন শহরে লাফটার গ্রুপগুলো নানা আয়োজন করেছে এই দিবসটি উদ্যাপন উপলক্ষে। এতে নানা বয়সের মানুষ জড়ো হয়ে শুধুমাত্র হেসেই গেছেন একসাথে।