আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল || প্রেমে প্রতারিত হয়ে বিষপান করে আত্মঘাতী হল এক যুবক। ঘটনা রাজধানীর চারিপাড়া এলাকায়। জানা যায়, উদয়পুরের একটি যুবতীর সাথে রাজধানীর চারিপাড়া এলাকার চয়ন আচার্য্য নামে এক যুবকের দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্ক ছিল। কিন্তু দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে জানান মৃত যুবকের পিতা।
জানা যায়, গত মঙ্গলবার প্রেমিকার কাছ থেকে প্রতারণার শিকার হয়ে বিষপান করে এই যুবক। ঘটনার পর আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই যুবক। জানা যায়, শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে যুবক। এদিন ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় যুবকের মৃতদেহ।
মৃত যুবকের বাবা জানিয়েছেন, মৃত্যুর ১০ মিনিট আগে নিজের মৃত্যুর জন্য প্রেমিকাকে দায়ী করে চিঠি লিখে গেছে ছেলে। এদিন এই প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত যুবকের পিতা।