আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে শনিবার বিকেলে নিখোঁজ হয়ে যাওয়া দীপক দাসের ভাসমান মৃতদেহ উদ্ধার হয় চাকমাঘাটের নৌকা ঘাটে। রবিবার ভোরে এন.ডি.আর.এফ, তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা টিমের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করা হয় দীপক দাসের ভাসমান মৃতদেহ’টি। বর্তমানে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে দেহটি। সাতসকালে দেহ উদ্ধার ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবার পরিজনেরা৷