আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে সকাল সাড়ে ১১টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় সভার কাজ। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ-সভাপতি সাজ্জাদ আলি, বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, অরুণ নাথ, সঞ্জীব দেব, সমীর পাল, চিত্রা রায়কে সভাপতিমণ্ডলীতে রেখে শুরু হয় সভা। সম্পাদকীয় প্রতিবেদন ও ক্লাবের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। এই সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের উপর আলোচনা করেন প্রবীণ ও নবীন মিলে ১৬ জন সাংবাদিক। আলোচনা শুরু করেন বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা। তাছাড়া বরিষ্ঠ সাংবাদিক চিত্রা রায়, শেখর দত্ত, সমীর পাল, সঞ্জীব দেব, সমীর ধর সহ বিশিষ্ট সাংবাদিক উত্তম চক্রবর্তী, সুপ্রভাত দেবনাথ, দেবাশীষ মজুমদার, সুভাষ দাস, সুতপা গুহ, মেঘধন দেব, চন্দ্রিমা সরকার ও সমীর দেব্বর্মা সম্পদকীয় প্রতিবেদনের উপর খোলামেলা আলোচনা করেন। আলোচনা করেছেন সহযোগী সদস্য পারিজাত দত্ত এবং হরিহর দেবনাথ। সকলেই মূল্যবান পরামর্শ দেওয়ার পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
এদিন জবাবী বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সভার গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সম্পাদক। গত এক বছর সকল সদস্য সদস্যা ক্লাব পরিচালনায় যেভাবে সাহায্য করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।
এদিনের বার্ষিক সাধারণ সভায় প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য গৌতম দাস, পরিতোষ বিশ্বাস, বরিষ্ঠ সদস্য দুলাল চক্রবর্তী, পার্থ সেনগুপ্ত, দেবাশীষ বড়ুয়া, তরুণ সাংবাদিক কনাদ মোদক এবং দুই সহযোগী সদস্য কল্যাণ গুপ্ত ও সুশান্ত দেববর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্মৃতিচারণ করে সভায় উপস্থিত সকল সদস্য সদস্যা দাঁড়িয়ে দুই মিনিট মৌন থেকে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।