আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী থেকে ব্রাউন সুগার সহ দীপঙ্কর দেববর্মা নামে এক যুবককে আটক করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাকে তার শ্বশুরবাড়ি থেকে গোপন সংবাদের খবরে আটক করে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
The one & only exceptional Bengali Version online news & infotainment portal in Tripura.