আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || নির্বাচনের ডামাদোলে রক্তদান শিবিরের সংখ্যা অনেকটাই গেছে কমে। ফলে প্রতিটা ব্লাক ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তস্বল্পতা। এই রক্তস্বল্পতা কিছুটা দূরীকরণে রামনগর মন্ডলের উদ্যোগে তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের উদ্যোগে বুধবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি’র নির্বাচনী কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।