আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || বৃহস্পতিবার রাজধানীর বটতলা এলাকায় বিজেপি রাজ্য যুব মোর্চার উদ্যোগে পথ চলতি মানুষের মধ্যে তরমুজ ও ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। পাশাপাশি এদিন পথ চলতি মানুষের মধ্যে চারা গাছও বিতরণ করা হয়। এসময় এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ বড়দোয়ালী মন্ডলের অন্যান্য নেতৃত্বরা।