আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে || ২-পূর্ব ত্রিপুরা (এসটি) লোকসভা আসনের জন্য ভোট গ্রহণকালে গত ২৬ এপ্রিল, ২০২৪ ইং নির্বাচনী আদর্শবিধি উলঙ্ঘনের দায়ে শাসকদলের বিধায়ক যাদব লাল নাথকে উত্তর জেলা নির্বাচন আধিকারিক তথা উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা এক কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলেন। এর উত্তরে বিধায়ক যাদব লাল নাথ তার কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করেন এবং ভবিষ্যতে এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হবে না বলে জানান। জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে বিধায়ক যাদব লাল নাথ’কে ভবিষ্যতে আর কখনো এই ধরনের কাজে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করা হয় বলে জানা গেছে।