আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে || গত বুধবার, ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের ইন্টারভিউ দিতে গিয়ে রাজ্যের যুবক দ্বীপরাজ দেববর্মা আসামের ডিমাহাসাও রুটে বাস দুর্ঘটনায় নিহত হন। পাশাপাশি রাজ্যের প্রায় ৩০ জন যুবক যুবতীও বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনায় ‘এ আই ডি এস ও’ এবং ‘এ আই ডি ওয়াই ও’ দুই সংগঠনের যৌথ উদ্যোগে নিহত এবং আহত ছাত্র যুবদের ক্ষতিপূরণের দাবীতে শুক্রবার বটতলায় এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেখানে দাবি উঠে-
১. চাকরি সহ বিভিন্ন এন্ট্রাস পরিক্ষার সেন্টার এই রাজ্যেই চালু করতে হবে।
২. নিহত বেকার যুবক দ্বীপরাজ দেববর্মার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে।
৩. আহত সকল যুবক যুবতীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৪. বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকেই গ্রহণ করতে হবে।
এদিন এই দাবীগুলোর সমর্থনে বক্তব্য রাখেন যুব সংগঠন এআই ডি ওয়াই ও এর রাজ্য সভাপতি ভবতোষ দে। তিনি বলেন, কো-অপারেটিভ ব্যাঙ্ক গত বছর ১৫৬টি পোষ্টের জন্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে ১৯,৬৬৪ জন বেকার যুবক যুবতীরা চাকরি পাওয়ার উদ্দেশ্যে ১,১২০ টাকা করে ফর্ম জমা করেন। তাতে সরকারের কয়েক লক্ষ টাকা আদায় হলেও পরিক্ষা সেন্টার রাজ্যে চালু করার পরিবর্তে বহিঃ রাজ্যে চালু করে। যার ফলে রাজ্যের শিক্ষিত বেকার যুবতীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যাঙ্ক কতৃপক্ষের গাফিলতির কারনে আসামে রওনা হয় এবং ভয়ানক দুর্ঘটনার শিকার হয়। তাই ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।