বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ মে || নারাইফাং এলাকায় নিখোঁজ হয়ে পরা পরিবারের লোকজনের পাশে দাঁড়ালো আই পি এফ টি’র কর্মী সমর্থকরা। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০শে এপ্রিল শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাখবাড়ীর বাসিন্দা মানজিৎ ত্রিপুরা ও আভাংছড়ার বাসিন্দা জ্যাকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে বহিঃরাজ্যে পারি দেয়। পরিবারের লোকজনের অভিযোগ গত ৩রা মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে। তারপর থেকে তিনি নিখোঁজ বলে জানান। ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েনবাটুর রেল স্টেশন থেকে নিখোঁজ হয়ে পরে বলে জানা যায়।
জানা যায়, ধনঞ্জয় ত্রিপুরা একটি প্রধানমন্ত্রী আবাস জোজনার ঘর পেয়েছে। এই ঘরটি সঠিকভাবে নির্মান করতে ও পরিবারের লোকজনদের সঠিকভাবে লালন পালন করতে বহিঃরাজ্যে পারি দেন। কিন্তু বহিঃরাজ্যে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পরেন। উনার নিখোঁজ হবার খবর পেয়ে উনার বাসভবনে ছুটে যান আই পি এফ টি’র কর্মী সমর্থকরা। উনারা নিখোঁজ ব্যক্তিকে খোঁজে পেতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বিষয়টি রাজ্য সরকারের নজরে নিয়ে আসার পতিশ্রুতি প্রদান করেন। আই পি এফ টি’র কর্মীসমর্থকদের কাছে পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে পরিবারের লোকজনেরা।