এবার নিউজিল্যান্ডের মাটিতে স্মরণকালের ভূমিকম্প

vjআন্তর্জাতিক ডেস্ক ।। নেপাল ও ভারতের পর এবার কাঁপল নিউজিল্যান্ড। প্রবল ভূকম্পনে কেঁপে উঠল দেশটির ওয়াঙ্কা ও কুইন্সল্যান্ড শহর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। কম্পনের গভীরতায় যথেষ্ট প্রাবল্য থাকলেও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
সোমবার দুপুরে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল। কয়েক সেকেন্ড ধরে কাঁপতে থাকে বহুতলগুলো। কম্পনের ভয়ে রাস্তায় নেমে আসে স্থানীয় মানুষ। 
প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্মরণকালের মধ্যে এত বড় ভূমিকম্প হয়েছে বলে মনে পড়ে না। ভূমিকম্পের উত্‍‌সস্থল ছিল ওয়াঙ্কা শহরের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূস্তর থেকে ৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের আফটারশক অনুভূত হত প্রথম কম্পনের ঠিক ১০ মিনিট পর। দ্বিতীয় কম্পনের উত্‍‌সস্থল ছিল ওয়াঙ্কা শহরের ২০ কিলোমিটার পশ্চিমে, ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে।
দ্বিতীয় ভূমিকম্পটির তীব্রতা ছিল ৩.৪। জিওনেটের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতা প্রবল হলেও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*