আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || ১২ই মে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ২০৪’তম জন্মদিন। এই উপলক্ষে আগরতলা জি বি হাসপাতালে শনিবার সকালে নার্সিং অফিসাররা মিলে রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার শংকর চক্রবর্তী। সাথে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার কনক চৌধুরী, নার্সিং সুপার সোমা ধর ও বয়ন্তী রিং সহ অন্যান্যরা।