জাতীয় ডেস্ক, হায়দ্রাবাদ, ১৩ মে || ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ হচ্ছে আজ। মোট ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট গ্রহণ হচ্ছে এদিন। সোমবার সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
এদিন তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ গিয়ে সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সোমবার তিনি হায়দ্রাবাদের মালাকপেটের সেলিম নগর এলাকার অধীনে জিএইচএমসি কমিউনিটি হলে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।