জাতীয় ড্রস্ক, বারাণসী, ১৪ মে || মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বারাণসী লোকসভা আসন থেকে টানা তৃতীয়বারের মতো বিজেপি দলের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। জানা যায়, আগামী ১লা জুন ৭ম অর্থাৎ শেষ দফায় বারাণসী লোকসভা আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিন গঙ্গা সপ্তমীতে মা গঙ্গাকে প্রণাম করে কাশীর কোতোয়াল বাবা কাল ভৈরবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে মনোনয়নপত্র জমা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মনোনয়নপত্র জমা করার সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।