আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || রাজ্যের বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল কুখ্যাত এক খুনের আসামী। ঘটনা মঙ্গলবার সকালে। জানা যায়, পালিয়ে যাওয়া এই খুনের আসামীর নাম স্বর্ণ কুমার ত্রিপুরা। তার বাড়ি সাউথ মনু বাজার ছোট্ট শাকবাড়ী এলাকায়।
জানা যায়, পূর্বেও নাকি ২০১৬ সালের ডিসেম্বর মাসে এবং ২০২২ সালের জানুয়ারি মাসে দু’বার জেল থেকে পালিয়ে গিয়েছিল সে। ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় সংশোধনাগারে ছুটে যান সিপাহীজলা জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা যায়, পালিয়ে যাওয়া স্বর্ণ কুমার ত্রিপুরা বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।