আপডেট প্রতিনিধি, গুয়াহাটি, ১৫ মে || বুধবার মুকুল মধব ফাউন্ডেশন এবং ফিক্কি ফ্লো (ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ফিমেল অর্গানাইজেশন) উত্তর-পূর্ব চ্যাপ্টারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুব বিকাশ কেন্দ্র (YVK)। যার লক্ষ্য হল এক বছরের মধ্যে আসামের ২৫০ জন মহিলাকে ক্ষমতায়ন করা। এই উদ্যোগের মাধ্যমে যুব বিকাশ কেন্দ্র ত্রিপুরার বাইরে তাদের কার্যক্রম প্রসারিত করল।
এদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফিক্কি ফ্লো উত্তর-পূর্ব চ্যাপ্টারের চেয়ারপার্সন শ্বেতা জিন্দাল, ফ্লো দলের সদস্যরা, মুকুল মধব ফাউন্ডেশনের বাবলু মোকালে এবং যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুব বিকাশ কেন্দ্রের ট্রাস্টি পিঙ্কু দাস, ডিজিটাল প্রোগ্রাম সমন্বয়কারক সুজয় মজুমদার এবং যুব বিকাশ কেন্দ্র আসামের প্রোগ্রাম সমন্বয়কারক স্মৃতি রেখা চেতিয়া উপস্থিত ছিলেন।
এই যৌথ প্রচেষ্টার লক্ষ্য হল জীবিকা নির্বাহের সুযোগ উন্নত করার জন্য মহিলাদের অত্যাবশ্যকীয় দক্ষতা প্রদান করা। যুব বিকাশ কেন্দ্র প্রাথমিকভাবে আসামের নলবাড়ি এবং কামরূপ জেলা জুড়ে ছয়টি মাশরুম চাষের প্রশিক্ষণ পরিচালনা করবে।
যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজুমদার বলেন, ‘আসামের মহিলাদের ক্ষমতায়নে এই যাত্রা শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সহযোগিতা তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে মূল্যবান দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত করবে।’
ফিক্কি ফ্লো উত্তর-পূর্ব চ্যাপ্টারের চেয়ারপার্সন শ্বেতা জিন্দাল বলেন, ‘ফিক্কি ফ্লো যুব বিকাশ কেন্দ্রের প্রশংসনীয় উদ্যোগকে সমর্থন করতে পেরে গর্বিত। আমরা বিশ্বাস করি এই প্রশিক্ষণ শিবির মহিলাদের ক্ষমতায়ন করবে এবং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।’
নলবাড়ির স্থানীয় মহিলারা তাদের এলাকায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেনে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন। তারা তাদের আয় এবং সামগ্রিক স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত করার সম্ভাবনাকে স্বীকৃতি জানিয়ে যুব বিকাশ কেন্দ্র এবং দাতা সংস্থাকে এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।