গোপাল সিং, খোয়াই, ১৫ মে || সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিল সুজয় মুন্ডা নামে এক ছাত্র। ঘটনা উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন বড়বাঘাইয়ের মুন্ডাবস্তি এলাকায়। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এদিন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মুন্ডাবস্তি এলাকাজুড়ে।