আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || ‘মানবতার শ্রেষ্ঠ অর্ঘ্য রক্তদান, এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ’ – এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। এদিন আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর অরুন্ধতী নগরস্থিত কমিটি হলে আয়োজিত হয় এই মেগা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমাজ সেবক অসীম ভট্টাচার্য, সঞ্জয় সাহা ও পৌর নিগমের কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা।