আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || শুক্রবার টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের ২৬’তম বর্ষপূর্তিতে টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সঞ্জীব দেববর্মা ও রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী শুভকরানন্দজী মহারাজ। প্রতি বছরই প্রতিষ্ঠা দিবসে টেরেসা কর্তৃপক্ষ রক্তদান শিবিরের আয়োজন করে আসছে বলে জানা যায়।