আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || কথায় আছে মশা মারতে কামান দাগা। এই সময়টায় রাজ্য ব্যাপী ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। আগরতলা শহরের নর্দমাগুলি হল এই মশার আঁতুড় ঘর। নালার বদ্ধ জলাশয়ে মশা বংশ বিস্তার করে থাকে৷ বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম হতে মশা জন্ম নেয়৷ এরই একটি ধাপ হল লার্ভা৷ গাম্বুসিয়া মাছের অতি প্রিয় খাবার হল এই লার্ভা৷ লার্ভা দেখলে গাম্বুসিয়া হামলে পড়ে লার্ভার উপর এবং লার্ভা নিধন করা হল নাকি গাম্বুসিয়ার কাজ৷ এজন্যই মশার লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনে গম্বুসিয়া মাছ ছাড়লো জাতীয় স্বাস্থ্য মিশন।
শুক্রবার রাজধানীর অবলা চৌমূহনীস্থিত কালাপানিয়া খালে মাছ ছাড়েন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস প্রমুখ।