দীর্ঘ ৯ মাস পর অপহৃত নাবালিকা উদ্ধার, অপহরনের ঘটনায় আটক রাজস্থানের এক যুবক

গোপাল সিং, খোয়াই, ১৭ মে || দীর্ঘ নয় মাস পর অপহৃত ১৪ বছরের নাবালিকাকে উদ্ধার করলো খোয়াই মহিলা থানার পুলিশ। অপহরনের ঘটনাকে কেন্দ্র করে আটক করা হয়েছে রাজস্থানের এক যুবককে। খোয়াই মহিলা থানার বিশাল সাফল্যে স্বস্তির নি:শ্বাস উদ্ধার হওয়া মেয়ের পরিবারে।
খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পৌষন কান্তি মজুমদার সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত বিবরণ দেন। তিনি জানান, চলতি মাসের ১১ই মে রাজস্থানের জয়পুরের খেরি মিলাঙ গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত জয়পুরের লরি চালক অশোক কুমার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে খোয়াই মহিলা থানার পুলিশ তাদের নিয়ে খোয়াই পৌঁছায়। এদিকে খোয়াই মহিলা থানা সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে মেয়েটি রাজস্থানে তার জেঠতুতো বোনের বাড়িতে গিয়েছিল, সেখান থেকেই অপহৃত হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরেও মেয়েটির সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চলতি মাসের ৬ই মে খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পর, সাব ইন্সপেক্টর চম্পা দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম রাজস্থানে পাঠানো হয়। রাজস্থান পুলিশের সহযোগিতায় তারা জানতে পারে মেয়েটি জয়পুরের খেরি মিলাঙ গ্রামে রয়েছে। সেই অনুযায়ী অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে আটক করা হয়। মেয়েটি উদ্ধারে পরিবারের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*