গোপাল সিং, খোয়াই, ১৯ মে || বেহাল রাস্তার সংস্কার, বিদ্যুতের অচলাবস্থা দুর করা, পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করা সহ জনজীবনের উপর বিপর্যয়কর পরিস্থিতি সুরাহার দাবিতে খোয়াইয়ে সিপিআই(এম)’র তরফে এক মিছিল সংগঠিত হয়। পরবর্তী সময় কাজ, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পরিশ্রুত পানীয় জলসহ জনজীবনের জরুরী সমস্যার সমাধানের দাবিতে খোয়াইয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিআই(এম)’র এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস এবং সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা।