আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || রবিবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে, তান্না কর চৌধুরীর নেতৃত্বে রাজধানীর গান্ধী স্কুল সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রি করা হচ্ছে। সেখানে হানা দিয়ে তান্না কর চৌধুরী সহ তিন জনকে আটক করে পুলিশ।
পাশাপাশি আরেকটি সংবাদের ভিত্তিতে রাজধানীর মহিলা কলেজের সামনে থেকে আরো দুজনকে আটক করে পুলিশ।
এদিন মোট পাঁচজনকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ। জানা যায়, তাদের কাছ থেকে ১৪ গ্রাম ব্রাউন সুগার, ৩৬০টি কৌটা এবং নগদ ২৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে দুটি বাইক, একটি স্কুটি এবং পাঁচটি মোবাইলও আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে এন ডি পি এস এক্টে মামলা নিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয় বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন।
এদিন তিনি আরো জানান, আটকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকার মতো হবে।
প্রসঙ্গত, তান্না কর চৌধুরীর নামে ইতিমধ্যেই পূর্ব আগরতলা থানায় ৬টি মামলা নথিভুক্ত আছে। যার ভিতর ২টি ডাকাতির এবং ৪টি এনডিপিএস মামলা।