আগরতলা, ৪ মে ।। ৩রা মে অনুষ্ঠিত ADC ভোট উপলক্ষ্যে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র “জনতার রায়” ডেস্কে জনমত যাচাইয়ে মানুষ কি ভাবছেন এই বিষয়ে “পাহাড় যাবে কার দখলে?” প্রতিপাদ্য বিষয় হিসেবে তুলে ধরা হয়েছিল। ভোট যুদ্ধে ADC নির্বাচন-২০১৫ নিয়ে মানুষের মতামতের ৭৬.৬৬ শতাংশ রায় গেছে বামফ্রন্টের পক্ষে।
১৭ই এপ্রিল থেকে ৩০শে এপ্রিল ২০১৫ পর্যন্ত “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র “জনতার রায়” ডেস্কে “পাহাড় যাবে কার দখলে?” প্রতিপাদ্য বিষয়ে ৬০টি মতামত পড়েছে। যার মধ্যে ৪৬টি তে বামফ্রন্ট, ২টি IPFT, ২টি BJP, ১টি INPT, ১টি TMC, ১টি INC এবং ৭টি অন্যান্য মন্তব্য পড়েছ।
ADC ভোটে এবার কি প্রবলতর প্রতিপক্ষ হিসেবে নতুন মুখ উঠে আসবে? হবে কি ক্ষমতার পালা বদল? সব উৎকণ্ঠা আর আবেগের অবসান হবে ৬ই মে।