আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে || ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩’তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রথমে কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে রাজধানীর গান্ধীঘাটস্থিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে কংগ্রেস নেতৃত্বরা। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্যরা।