আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে || ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩’তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, নব সংকল্পে নব ভারত নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।