গোপাল সিং, খোয়াই, ২১ মে || মঙ্গলবার সকালে পঞ্চাশোর্ধ এক মহিলার জলে ডুবে মৃত্যু হয়েছে। খোয়াই থানাধীন পুরাতন তবলা বাড়ি এলাকা নিবাসী ছিলেন মৃতা পরমপতি দেববর্মা। মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে মৃতার স্বামী জানান, এদিন নিজ বাড়ির পুকুরে জল সেচের কাজ চলার সময় পা পিছলে তিনি জলে পড়ে যান। ঘটনার সময় পুকুরপাড়ে কেউ না থাকায় এবং সাঁতার না জানার কারণে তিনি ডুবে যান। পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে দমকল কর্মীদের খবর দেন। দমকল বাহিনী এসে দেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।