দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৪ মে ।। কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক সময়ে পেট্রোল ডিজেলের মূল্য আরো এক দফা বৃদ্ধি করেছে। মূল্য বৃদ্ধির সঙ্গেই যোগাযোগ মানুষের দুর্ভোগের। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির ফলে ত্রিপুরার মত রাজ্যের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিষে মূল্য বৃদ্ধির চিন্তা করছেন রাজ্যের মানুষ। কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক সিদ্ধান্তে পেট্রোল লিটার প্রতি ৩ টাকা ৯৬ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ২ টাকা ৩৭ পয়সা বৃদ্ধির ঘোষনার বিরুদ্ধে সোমবার DYFI ও SFI অভিনব প্রতিবাদে পেট্রোল চালিত স্কুটার, বাইক ও স্কুটি ঠেলা গাড়িতে তুলে শহর পরিক্রমা করেছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছে DYFI ও SFI।