আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।
বৃহস্পতিবার গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বৌদ্ধ জয়ন্তী। এদিন রাজধানীর বেণুবন বিহারে ২৫৬৮’তম বৌদ্ধ জয়ন্তী পালন করা হয়।
এদিন বেনুবন বিহারে কচিকাঁচাদের মধ্যে আর্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।