বজিত চক্রবর্তী, আগরতলা, ৪ মে ।। গোটা পৃথিবীর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পুত পবিত্র একটি দিন বুদ্ধ জয়ন্তী। বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরাতেও নানা অনুষ্ঠানে ধর্মীয় অংশে দিনটি পালিত হয়। বৌদ্ধ মঠ গুলোকে নান্দনিক ভাবে সাজিয়ে তোলা হয়, হাজার হাজার পূন্যার্থী ভীড় জমান মঠ গুলোতে। আগরতলাস্থিত বেনুবণ বিহারে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধ জয়ন্তী পালম করা হয়। বিশ্ব শান্তি আর মৈত্রীর জাগ্রত প্রতীক বুদ্ধ পূজা হয়েছে ধর্মীয় রীতি অনুসারে। বুদ্ধ জয়ন্তীতে গোটা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীরা “বুদ্ধং শরনম গচ্ছামি”-এর মন্ত্রে প্রার্থনা করছেন বিশ্ব শান্তির।