মহিলা সহ গুরুতর আহত এক পরিবারের চার জন

ছবি – গোপাল সিং

ছবি – গোপাল সিং

খোয়াই থেকে গোপাল সিং-এর প্রতিবেদন, ৪ মে ।। কেউ বলছে ভোট পরবর্তী সন্ত্রাস। কেউ বলছে গ্রাম-পাহাড়ের শান্তি-সম্প্রীতি বিনষ্ট ও দূষিত করার বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলোর চক্রান্ত। অভিযোগের অাঙুল উঠছে কুলাই-চাম্পাহাওড় কেন্দ্রের এমডিসি মধুমতি দেববর্মার ছেলে দিকেও। কিন্তু রাজনীতির প্যাকেটে মোড়া অনাকাঙ্খিত ঘটনায় মহিলা সহ গুরুতর আহত এক পরিবারের চার জন। ঘটনা খোয়াই-তুলাশিখর যজ্ঞ-কোবরা পাড়ায়। রবিবার ভোট শেষ হবার পর রাতেই ঘটনাটি ঘটে। তবে ভোটের পরে ঘটনা বলেই এটাকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে রবিবার রাতের ঘটনায় চার জন আহতকেই তুলাশিখর প্রাথমিক চিকিতসা কেন্দ্রে ভর্ত্তি করানো হয়। এর মধ্যেে একজনকে তুলাশিখর পিএইচসি-তে স্থানান্তরিত করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে তুলাশিখর থানার পুলিশ ছুটে যায়। কিন্তু কাউকে আটক করার কোন খবর নেই। তবে গোটা ঘটনায় চাম্পাহাওড় এবং খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগ পত্রে কুলাই-চম্পাহাওড় কেন্দ্রের এমডিসি মধুমতি দেববর্মার ছেলের নাম সহ আরও তিন জনের নাম রয়েছে। তারা হল স্বরণজিত দেববর্মা, বিমল দেববর্মা ও এলান দেববর্মা। এদিকে ৭ম এডিসি নির্বাচনে অধিকাংশ কেন্দ্রেই যেখানে বিরোধীরা প্রচারে পিছিয়ে ছিল, যেখানে অধিকাংশ কেন্দ্রেই দলীয় এজেন্ট পর্যন্ত দিতে পারেনি, সেখানে ভোটের পর থেকেই গ্রাম পাহাড়ের শান্তি-সম্প্রীতিকে দূষিত করার অপচেষ্টা চালানোর নতুন চেষ্টা বলে গোটা ঘটনাকে দেখছেন রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল। এদিকে অযথা যে কোন ঘটনাকে রাজনৈতিক মোড় দিয়ে গুজবের দূষিত হাওয়া গ্রাম-পাহাড়ে বইতে না দেবার অাহ্বান রাখছেন খোদ গ্রামবাসীরাই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*