আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || মনোমুগ্ধকর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং মার্কলাইন কনসালট্যান্সি-এর যৌথ উদ্যোগে বুধবার বেলা ২টায় ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক ও দ্বাদশ মান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই আয়োজনে পৌরহিত্য করেন ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মার্কলাইন কনসালট্যান্সি এর কর্ণধার রূপম রায়, ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, সহ-সভাপতি চিত্রা রায়, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য সেরা দশের তালিকায় ১৪ জন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য সেরা দশের তালিকায় ২০ জনকে সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের সহ-সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক সন্তোষ গোপ, যুগ্ম সম্পাদক অভিষেক দে, রঞ্জন রায়, কোষাধক্ষ্য চিন্ময় চৌধুরী, জেলা প্রভারি স্নেহাশীষ চক্রবর্তী, সমরেশ দে, সুপ্রভাত দেবনাথ, জেলা প্রতিনিধি মিন্টু গুপ্ত সহ ইউনিয়নের অন্যান্য সদস্য-সদস্যরা কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন।
অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার বাতাবরণ তৈরি হয়েছিল। অভিভাবকদের পাশাপাশি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ মহল থেকেও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করা হয়। বক্তৃতায় অতিথিবৃন্দের প্রত্যেকে এই আয়োজনের প্রশংসা করে কৃতি শিক্ষার্থীদের আরও উজ্জ্বল ভবিষ্যত ও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন এবং শুভেচ্ছা জানান। মার্কলাইন কনসালট্যান্সির পক্ষ থেকে কর্ণধার রূপম রায় কৃতি শিক্ষার্থীদের পরবর্তী উচ্চশিক্ষায় সব ধরনের তথ্য জানানো ও সহযোগিতার হাত বাড়ানোর অঙ্গীকার করে তাঁদের আরও সাফল্য কামনা করেছেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।