স্পোর্টস ডেস্ক ।। শুরুটা সেই ইংল্যান্ড সফর থেকে। গত বছর ভারত ইংল্যান্ড সফরে গিয়ে হোয়াইট ওয়াশ হয়েছিল। ফর্মে তুঙ্গে থাকা কোহলি কোনমতেই ভাল খেলতে পারেনি। সেই ম্যাচে গ্যালারিতে ছিনে কোহলির প্রেমিকা আনুশকা শর্মা। তখন থেকেই বলা হচ্ছিল আনুশকার উপস্থিতির জন্যই কোহলি ভাল থেলতে পারেনি তাই ভারত হেরেছে, দোষ দিচ্ছেন সমর্থকরা।
পরবর্তিতে সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও গ্যালারিতে থেকে কোহলিকে উৎসাহ দিচ্ছিলেন আনুশকা। কিন্তু বিশ্বকাপ থেকে ভারতের করুণ বিদায়ের পর রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোসহ নানান মহলে সমালোচনা হয় আনুশকার উপস্থিতি নিয়ে।
এদিকে দু’দিন আগে এবারের আইপিএলে হঠাৎই পাঞ্জাবের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বলিউট নায়িকা সানি লিওন। কিন্তু সেই ম্যাচটি পাঞ্জাবে হেরে যায়। তারপর থেকেই পাঞ্জাবের সমর্থকরা সানিকে দোষ দিচ্ছেন। সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধমগুলোতে এ নিয়ে ব্যাপক লেখালেখি করছেন।
বেশ কয়েকজন পাঞ্জাব সমর্থক সোশ্যাল সাইটে লিখেছেন, সানি লিওন অপয়া, ওর জন্য আমাদের হারতে হল। কেউ আবার লিখেছেন, মাঠে উপস্থিত থেকে ভারতকে বিশ্বকাপে হারিয়েছিলেনে আনুশকা শর্মা। আর পাঞ্জাবকে মাঠে উপস্থিত থেকে হারালেন সানি লিওন।
উল্লেখ্য, রোববার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব- মুম্বাই ইন্ডিয়ন্স ম্যাচে প্রীতি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ন্সের কাছে ২৩ রানে হারে কিংস ইলেভেন পাঞ্জাব।