গোপাল সিং, খোয়াই, ০৩ জুন || বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। ঘটনা খোয়াই থানাধীন লালটিলা এলাকায়। জানা যায়, কিশান দেব নামে এক যুবক শনিবার দুপুর ১টা নাগাদ ইঁদুরের বিষ খেয়ে নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তী সময় যুবকের স্বাস্থ্যের অবনতি হলে পরিবারের লোকজন জানতে পারে যে কিষান বিষ খেয়েছে। তারপর তড়িঘড়ি তাকে খোয়ায় জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার চিকিৎসা চলে খোয়াই জেলা হাসপাতালে। ঘটনাটি প্রণয় ঘটিত বলে ধারণা এলাকাবাসীর। তবে কিষানের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে।