লোকসভা ভোট গণনার প্রতি মূহুর্তের 🔴LIVE আপডেট

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || মঙ্গলবার সকাল ৮টা থেকেই রাজ্যের বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে শুরু হয়ে গেছে গণনা পর্ব। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি আধিকারিকগণ গণনার কাজ শুরু করে দিয়েছেন।

🔴 ভোট গণনাকে কেন্দ্র করে নাকা বন্দি শহর আগরতলা। রাজধানীর উমাকান্ত একাডেমিতে চলছে লোকসভার ভোট গণনা। উমাকান্ত একাডেমির ২০০ মিটার এলাকায় সিআরপিসি-র ১৪৪ ধারা অনুযায়ী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন পশ্চিম লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক ডঃ বিশাল কুমার।

🔴 সোমবারই প্রশাসন থেকে জানানো হয়েছে, ভোট গণনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর ৬টা থেকে গণনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত উমাকান্ত একাডেমির ২০০ মিটারের মধ্যে বাইক সহ সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ে ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত, বীরেন্দ্র ক্লাব থেকে অফিস লেনে অবলা চৌমুহনী পর্যন্ত , প্যারাডাইস চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত, আরএমএস চৌমুহনী থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত, পোস্ট অফিস চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত এবং বটতলা ফ্লাই ওভার থেকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক অফিস পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

🔴 লোকসভা ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে মোতায়েন বিশাল পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় সেনাবাহিনী। ভোট গণনা কেন্দ্রে  নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থাপনার আয়োজন। ভোট গণনাকে কেন্দ্র করে নাকা বন্দি শহর আগরতলা।

🔴 ত্রিপুরা নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এগিয়ে রয়েছেন ৪ লক্ষ ১৬ হাজার ৬৩৮ ভোটে।

🔴 ত্রিপুরা নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মণ এগিয়ে রয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৯৯২ ভোটে।

🔴 লোকসভা নির্বাচনের ২নং পূর্ব ত্রিপুরা আসনের ২৭-কল্যাণপুর, ২৮-তেলিয়ামুড়া ও ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ষষ্ঠ (৬) রাউন্ডের গণনা শেষে বিজেপি দলের কর্মী সমর্থক থেকে শুরু করে তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জয়োল্লাস চাকমাঘাটের মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায়। সেই আনন্দে গা ভাসাতে দেখা গেছে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, এবং ২৯-কৃষ্ণপুরের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকে।

🔴 ভারতের নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশের ১৮’তম লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে গণনায় এখনো পর্যন্ত ৪৪২টি আসনের মধ্যে বিজেপি ২০২টি আসনে, কংগ্রেস ৭৮টি আসনে এবং অন্যান্যরা ১৬২টি আসনে এগিয়ে রয়েছে।

🔴 ৭-রামনগর উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এগিয়ে রয়েছেন। জানা যায়, চতুর্থ রাউন্ড গণনা শেষে ৮০৩৫টি ভোটে এগিয়ে আছেন তিনি। তিনি পেয়েছেন ১০৬৫১টি ভোট। অপরদিকে সিপিআই(এম) প্রার্থী রতন দাস পেয়েছেন ২৬১৬টি ভোট।

🔴 উমাকান্ত একাডেমিতে ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখনও অব্দি নির্বিঘ্নে গণনার কাজ চলছে।

🔴 ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জয়লাভ করেন। তিনি সিপিআই(এম) প্রার্থী রতন দাসকে হারিয়েছেন।

🔴 আগরতলায় বিজেপি কর্মী সমর্থকদের জয়ের উল্লাস।

 

 

🔴 বাজি পটকা ফাটিয়ে আগরতলায় বিজেপি কর্মী সমর্থকদের জয়ের উল্লাস।

🔴 ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার ১৮,০১৪ ভোটের সুবিশাল মার্জিনে জয়যুক্ত হয়েছেন। এই জয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শ্রী মজুমদারকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানান। পাশাপাশি এই বিধানসভার সকল অংশের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।.

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*