আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার ১৮,০১৪ ভোটের সুবিশাল মার্জিনে জয়যুক্ত হয়েছেন। এই জয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শ্রী মজুমদারকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানান। পাশাপাশি এই বিধানসভার সকল অংশের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
এদিন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে বিজয়ী ঘোষণা করার পর দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ্য করা যায়। এদিন শ্রী মজুমদার বিপুল জয়ের পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করেন। এরপর শহরে বিজয় পদযাত্রায় অংশ নেন। এই বিজয় পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতী সিং দেব বর্মণ প্রমুখ।