গোপাল সিং, খোয়াই, ০৬ জুন || খোয়াই শহর জুড়ে সুবিশাল মিছিল নিয়ে বিজয় উল্লাসে শামিল বিজেপি কর্মী-সমর্থকরা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয় বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই খুশিতে খোয়াইয়ের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে, খোয়াই মণ্ডলের অধীন খোয়াই শহরজুড়ে বিজয় মিছিল সংগঠিত হয়। এতে শামিল হন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, সহ-সভাপতি প্রণব বিশ্বাস, বিজেপি খোয়াই জেলা সাধারন সম্পাদক সমীর দাস, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস সহ অন্যান্যরা।