শাসকদলীয় এক হেভিওয়েট নেতার বিরুদ্ধে ক্ষোভ একাংশ একনিষ্ঠ বিজেপি কর্মীদের, অভিযোগ যায় থানায়

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুন || কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শাসকদলীয় হেভিওয়েট নেতা তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন করের বিরুদ্ধে কৃষ্ণপুর জুড়ে দিনের পর দিন ব্যাপক ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে। তবে অজ্ঞাত কারণে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দলের বৃহত্তর স্বার্থে কোন ব্যবস্থা গ্রহণ করছে না এমনটাই অভিযোগ একাংশ একনিষ্ঠ বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের।
এরই মধ্যে গত বুধবার কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়িতে বিজন করের উপস্থিতিতে যুব মোর্চার মণ্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপি দলের প্রথম সারির কর্মী বিজয় ঘোষের নেতৃত্বে স্থানীয় এক বিজেপি কর্মী বাপন দাসের উপর প্রাণঘাতী আক্রমণ সংঘটিত হয় এবং তার মোটর বাইক ভেঙ্গে ফেলা হয় বলে অভিযোগ। এর পাশাপাশি এই এলাকারই বুথ সভাপতি মানিক ঘোষের বাড়িতেও নির্মমভাবে আক্রমণ সংঘটিত করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে অভিযোগ জানানো হলেও পুলিশ কোন ভূমিকা গ্রহণ করেনি কোন এক অজ্ঞাত কারণে। পুলিশ খুব শীঘ্রই কৃষ্ণপুরের বিজন কর, যুব মোর্চার মন্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ চুনোপুঁটি নেতা বিজয় ঘোষের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ এনে গোলাবাড়ি এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক পুরুষ মহিলারা থানায় এসে পুলিশকর্তার সাথে দেখা করে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন। এলাকাবাসীর দাবি হচ্ছে, ২৪ ঘন্টার মধ্যে যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। পাশাপাশি থানা চত্বরে দাঁড়িয়ে কৃষ্ণপুর বিধানসভা এলাকারই একাংশ মহিলাদের অভিযোগ হচ্ছে, পরিকল্পিতভাবে গোটা এলাকার যুব সমাজকে নেশার সাগরে ডুবিয়ে দিয়ে বিভিন্নভাবে কার্যশীল করে চলছে নেতা বিজন। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে চাকুরী দেওয়ার প্রলোভনে বিজন কর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছে বলেও প্রকাশ্যে অভিযোগ করেন।
অর্থাৎ এটা জলের মতো পরিষ্কার বিজন কর ইস্যুতে গোটা কৃষ্ণপুর বিধানসভা বর্তমানে উত্তপ্ত, যেকোনো সময় গোষ্ঠী সংঘর্ষ থেকে শুরু করে স্বদলীয় বিক্ষোভে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে এমনটাই এলাকা সূত্রে খবর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*