আডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || ৮ই জুন, শনিবার ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখা উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসাবে এক বনমহোৎসব অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর নাগিছড়া আশ্রম পাড়ায় অনুষ্ঠিত হওয়া এই বনমহোৎসবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সদস্যাগণ সহ এলাকাবাসী ও ছোট্ট শিশুরা। এদিন শিশুদের হাত ধরে বৃক্ষরোপণের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গ্ৰাম প্রধান সমর সাহা, ভারত বিকাশ পরিষদের পরিবেশের ন্যাশনাল ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্র কলই, সি আর পি এফ’র প্রাক্তন ডিআইজি বলরাম শীল, সভাপতি শিমুল সাহা, প্রান্তীয় জেনারেল সেক্রেটারি নন্দন সাহা, রিজিওনাল সেক্রেটারি সেবা, চিত্রা সরকার, প্রান্তীয় মহিলা সহভাগীতা রূপা দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার সহ-সম্পাদিকা এষা ধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদিকা শুভ্রা সাহা।
এদিনের অনুষ্ঠান থেকে পরিবেশ সুস্থ ও স্বাভাবিকতা বজায় রাখার সূচনা দেন সকলেই।