আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল এডিসি প্রশাসনের উদ্যোগে আয়োজিত চাকুরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র। জানা যায়, রবিবার দুপুরে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এমনটাই অভিযোগে লিখিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল এডিসি প্রশাসন।
শনিবার এক সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এডিসি প্রশাসন। এদিন সাংবাদিক সম্মেলন করে এডিসি প্রশাসনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সি কে জমাতিয়া জানান, পরবর্তী সময়ে কবে নাগাদ হবে পরীক্ষা তা জানিয়ে দেয়া হবে। তবে এই বিষয়ে পুলিশে মামলা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এডিসি প্রশাসনের সাব জোনাল ডেভলাপমেন্ট অফিসার / ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে মোট ১১০টি পোষ্টের জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল।