আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || ২০২১ সালে এডিসি নির্বাচনে তিপ্রা মথা জয়ী হবার পর ৩ বছর পর প্রথম নিয়োগেই অনিয়মিতা ও সাব জোনাল ডেভলপমেন্ট অফিসারের পদে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায়, পরীক্ষা হবার আগেই। এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। রবিবার রাজধানীর কামান চৌমুহনীস্থিত প্রশান্ত কাপালি ভবনে সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) ত্রিপুরা রাজ্য পরিষদ এবং সারা ভারত যুব ফেডারেশন (AIYF) ত্রিপুরা রাজ্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয়।
এদিন সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক শুভদীপ মজুমদার এবং সারা ভারত যুব ফেডারেশন (AIYF) ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত বলেন, এই উত্তরপত্র ফাঁস তিপ্রা মথা শাসিত এডিসি-র প্রশাসন চালাতে বেসামাল তা আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। ২০২১-এ নির্বাচিত হওয়ার পর ৩ বছর পর ২০২৪-এ প্রথম নিয়োগ প্রক্রিয়াতেই এইরকম অনিয়নিতা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তারা। AISF-AIYF ত্রিপুরা রাজ্য পরিষদ এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠ তদন্ত এবং অতিসত্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) ত্রিপুরা রাজ্য পরিষদ এবং সারা ভারত যুব ফেডারেশন (AIYF) ত্রিপুরা রাজ্য পরিষদ।